- এলোভেরা ত্বকের আদ্রতা বজায় রাখে ।
- এলোভেরা ব্রন এবং দাগ দূর করতে সাহায্য করে ।
- স্ট্রেচমার্ক দূর করতে সাহায্য করে।
- স্কিনের ডেড সেল দূর করে ।
- এলোভেরা চুল পরা কমিয়ে, চুল ঘন এবং সুন্দর করে তোলে।
- চুলের “পি-এইচ” এর ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে
- খুশকি দূর করে এবং স্ক্যাল্পের সমস্যা সমাধানে সাহায্য করে।
প্রচলিত নামঃ ঘৃতকুমারী । ইংরেজি নামঃ Aloe vera বৈজ্ঞানিক নামঃ Aloebarbadensis mill. এলোভেরা একটি বহুল পরিচিত ভেষজউদ্ভিদ ।ত্বক এবং চুলের যত্নে ঘৃতকুমারীর জুড়ি নেই ।বর্তমানে এলোভেরার নির্যাস থেকেবহু প্রকার প্রসাধনী তৈরি করা হয় ।ঘৃতকুমারীর গুঁড়ার সাথে পানিমিশিয়ে একটা পেষ্ট বানিয়ে নিন, এবার আঙ্গুলের মাথায় লাগিয়ে মেছতার জায়গায় সারারাত লাগিয়েরাখুন, এবং সকালে ধুয়ে ফেলুন। এতে আশানুরূপ ফল পাবেন ।আপনি চাইলে ঘৃতকুমারী গুঁড়ারসাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে লাগাতে পারেন, এতে ব্রনের সমস্যা দূর হবে।১ চামচ এলোভেরা গুঁড়া, ১ চামচমুলতানি মাটি গুঁড়া, ১ চামচ গোলাপ গুঁড়া, পরিমান মতো পানি মিশিয়ে বানানো পেষ্ট মুখেলাগান, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন । এতে উজ্জ্বল ত্বক পাওয়ার স্বপ্ন পুরন হতে সময় লাগেনা।হাপ কাপ এলোভেরা গুঁড়া, ২ চামচক্যাস্টর অয়েল, ২ চামচ মেথি গুঁড়া নিয়ে পেষ্ট তৈরি করুন ।রাতে শোবার আগে হেয়ার প্যাকটিস্ক্যাল্পে ম্যাসাজ করুন অন্তত ১৫-২০ মিনিট । একটি কাপর দিয়ে আপনার মাথা সমেত চুল বেধেনিন। প্রত্যেক সপ্তায় ২ দিন ব্যাবহার করুন এই প্যাকটি ।এলোভেরা গুঁড়া ১ টেবিল চামচ,জবা গুঁড়া ১ টেবিল চামচ, ভালো করে মিশিয়ে নিন, তারপর মাথায় লাগান এবং ৩০ মিনিট অপেক্ষাকরুন, পরে হালকা কোন শ্যাম্পু মাথা ধুয়ে ফেলুন । প্যাকটি চুলের যত্নে খুব ভালো কাজকরে ।
Reviews
There are no reviews yet.