মাজুফল একটি ঔষধি গুণসম্পন্ন ফল যা স্কিন পোরস দুরকরনে, স্কিন টাইটেনিং এবং শরিরের যেসকল অংশ ঢাকা থাকে,সেসব গোপন স্থান টাইটেনিং এর জন্য অনেক আগে থেকে অনেক দেশের মহিলারা ব্যবহার করে আসছেন।
প্রস্তুত করণ পদ্ধতি :
২৫ গ্রাম ফল গুড়ো
১ লিটার পরিমাণ পানিতে অল্প আচে সিদ্ধ করে পানিটা এক কাপ পরিমাণ করে নিতে হবে। পানিটা ঠাণ্ডা ব্যাবহার করতে হবে। এই পানিটা রেফ্রিজারেটরে রেখে অনেকদিন ব্যবহার করা যায়। এই ২৫ গ্রাম ফল দিয়ে বানানো পানিই যথেষ্ট আপনার ব্যবহার এর জন্য।
ব্যবহার বিধি :
প্রস্তুত করা পানি, তুলা অথবা পরিষ্কার কাপড়ের সাথে লাগিয়ে স্কিনে ব্যাবহার করার ৩০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে ৩-৪ দিন ব্যাবহার করতে হবে । এভাবে অল্প কিছু দিন ব্যবহারেরই ফলাফল পাবেন ।
গুনাগুণ :
এন্টি ব্যাকটেরিয়াল গুনাগুন বিশিষ্ট মাজুফল ব্যবহারে আাপনি অনেকগুলো সমস্যার সমাধান পাবেন।
১. ব্রন দূর হবে ভেতর থেকে;
২. মুখের ছোট ছোত গর্ত দূর করে
৩. স্কিন টান টান হবে;
৪. স্কিন এর উজ্জ্বলতা বৃদ্ধি পাবে;
৫. V-Area ও বুক Tightening এর কাজ করবে।
৬. বয়সের ছাপ দূর করে
৭. ত্বক কোমল করে
Reviews
There are no reviews yet.