রোজার সময় পেটের নানা সমস্যায় ভুগে থাকেন অনেকে, তাদের জন্যও তাল মিছরি বেশ উপকারী। এটি খেতেও বেশ সুস্বাদু। এর মধ্যে থাকা চিনি শরীরের জন্য ক্ষতিকর নয়।
তাল মিছরিতে রয়েছে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ফসফরাস। থাকে ভিটামিন বি১, বি২, বি৩, বি৬ ও বি১২। যার ফলে সর্দি-কাশি গলাব্যথা সবকিছুতেই ব্যবহার করা হয় এই তাল মিছরি।
যাদের ঠান্ডা লাগার ভয় রয়েছে তাদের জন্যও খুবই ভালো তাল মিছরি। এটি পানিতে গুলে হালকা গরম করে খেলে কাশি ও গলায় জমে থাকা কফ, শ্লেষ্মা দূর হয়। কাশি বেশি হলে এক টুকরো তাল মিছরি মুখে রাখলে অথবা তুলসী পাতার রসের সাথে তাল মিছরি গুলে খেলে কাশি কমে যাবে।
বয়সের সাথে সাথে হাড়ের ক্ষয় বাড়ে। সেইসাথে বাড়ে হাঁটুব্যথাও। এক্ষেত্রে তাল মিছরির শরবত বেশ উপকারী। তাল মিছরিতে থাকা ক্যালসিয়াম-পটাশিয়াম হাড়ের জন্য খুব ভালো।
অ্যানিমিয়ার সমস্যা রয়েছে যাদের, তারাও তাল মিছরির শরবত খেতে পারেন। কারণ এর মধ্যে থাকা আয়রন শরীরে নতুন রক্ত তৈরিতে সাহায্য করে।
এটি দৃষ্টিশক্তি ঠিক রাখতেও বিশেষ ভূমিকা পালন করে।
Reviews
There are no reviews yet.