সুন্দর চুলের মালকিন হতে চান? তাহলে সপ্তাহে একদিন রিঠা ব্যবহার করুন। চুলের সমস্যায় আমরা কম বেশি সবাই জর্জরিত।বর্তমান সময়ে বাইরের পলিউশান আমাদের চুল পড়ে যাওয়ার জন্য বেশি দায়ী। তাছাড়া চুলের জন্য ব্যবহিত শ্যাম্পুতে থাকা কেমিক্যালতো আছেই। কেমিক্যালযুক্ত শ্যাম্পু ব্যবহারের ফলে চুল বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত। চুলের সমস্যা থেকে রেহাই পেতে ব্যবহার করুন রিঠা।
👉 কেন রিঠা ব্যবহার করা উচিত ?
রিঠা সম্পূর্ণ প্রাকৃতিক গুনাগুণ সম্পন্ন একটি উপাদান। এতে কোন প্রকারের কেমিক্যাল নেই। শ্যাম্পুতে থাকা সোডিয়েম লরেথ সালফেট ও সিলিকনের মত ক্ষতিকারক উপাদান রিঠাতে থাকে না। এই উপাদানগুলি থাকার ফলে বাজার চলতি ভালো কোম্পানির শ্যাম্পু ব্যবহার করলেও চুল পড়া কমে না। বরং চুল বেশি করে উঠে যায়। কিন্তু রিঠা ব্যবহারের ফলে চুলের কোন প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। তাছাড়া চুল পড়া বন্ধ হয়। নতুন চুল গজায়। খুসকি হয় না। উকুন থাকলে মাথায় তা মরে যায়।
👍কিভাবে ব্যবহার করবেন রিঠাঃ–
একটি পাত্রে সামান্য জল নিয়ে রিঠা গুড়া ভিজিয়ে রাখুন সারা রাত। পরের দিন সকালে একটি বড় পাত্রে ঠাণ্ডা জল নিয়ে তা হালকা ফুটিয়ে নিন। এবার ঠাণ্ডা হলে শ্যাম্পুর মত ব্যবহার করুন। ঠাণ্ডা জলে মাথা ধুয়ে নিন। সপ্তাহে একবার করে যদি রিঠা শ্যাম্পু রূপে ব্যবহার করেন তাহলে চুলের সমস্যা থাকবেনা বলা যায়। তবে নিয়ম করে ব্যবহার করলে নিয়মিত তবে ফলাফল পাওয়া যাবে। চুলের পরিমান অনুযায়ী রিঠা ব্যবহার করা উচিত। শ্যাম্পু করার সময় ৫ মিনিট ভালো করে মাথা ম্যসাজ করুন।
রিঠা ব্যবহার উপকারিতা
রিঠার নিয়মিত ব্যবহারে চুলকে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তোলে। এছাড়া স্বাস্থ্যকর চুলের জন্যও রিঠার উপকারী পণ্য। – ঘন চুলের জন্য, চুল পড়া ও খুশকি নিয়ন্ত্রণের জন্য রিঠার ব্যবহার আদিকাল থেকে। বাজারে প্রচুর রিঠার শ্যাম্পু পাওয়া যায়।
রিঠার হেয়ার মাস্ক
নিস্তেজ ও শুষ্ক চুলকে উজ্জ্বল ও ঝলমলে করে তুলতে ঘরোয়া উপায়েই বানান রিঠার হেয়ার মাস্ক। ৩ চামচ রিঠার পাউডারের সঙ্গে অল্প পরিমাণ জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। তাতে লেবুর রস ও ২ চা চামচ দই মিশিয়ে ভাল করে মেখে নিন। পেস্টটি মাথার ত্বক ও চুলের লাগিয়ে অপেক্ষা করুন। চুলের আগাতেও প্রয়োগ করুন। তাতে চুল ফাটার মত সমস্যা দূর হবে অনায়াসে। প্রাণহীন ও শুষ্ক চুলকে ফের প্রাণবন্ত করে তুলতে রিঠার গুণ অনেক। চুলের যত্নে নিয়মিত রিঠা ব্যবহার করলে উপকার পাবেন আপনিই। চুলের গঠন ও বৃদ্ধির জন্য রিঠা হল আয়ুর্বেদিক টোটকা। প্রাকৃতিক ক্লিনজার হিসেবেও দুরন্ত উপাদান এটি।
Reviews
There are no reviews yet.