নিখুঁত সুন্দর উজ্জ্বল ত্বক কে না চাই? আর এই ত্বকের সৌন্দর্য বাড়াতে যুগ যুগ ধরে নানাভাবে চন্দন ব্যবহৃত হয়ে আসছে। এই আর্টিকেলটিতে চন্দন দিয়ে বানানো যেসব ফেইস প্যাকের বিষয়ে আজ আলোচনা করবো সেগুলো ব্যবহার করলে যে ত্বক উজ্জ্বল হবেই সে বিষয়ে কোনও সন্দেহ নেই। বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়েই ঘরে বসে রূপচর্চা করুন আর পান কোমল ও সুন্দর ত্বক। আপনার ত্বকের ধরণ ও প্রবলেম বুঝে প্যাক বানিয়ে নিন। দেরি না করে জেনে নেই নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে চন্দনের ৯টি প্যাক সম্পর্কে!
নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে চন্দন প্যাকের উপকারিতা
বাড়িতে বানানো চন্দন প্যাক লাগানোর আরও উপকারিতা আছে। কী সেই উপকারিতা? এতে কোনও কেমিক্যাল ব্যবহার করা হয় না, ফলে ত্বক খারাপ হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে না। তা ছাড়া আপনারা দৈনন্দিন যেসব বাজার চলতি স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন তাতে একটু নজর ফিরিয়ে দেখুন, অনেক কিছুতেই চন্দনের উপস্থিতি পাবেন। প্রসঙ্গত, চন্দন শুধু ফর্সা হতেই সাহায্য করে না, সেই সঙ্গে ত্বকের টেক্সচারের উন্নতি ঘটাতে এবং ত্বকের দাগ কমাতেও সাহায্য করে। রক্ত চন্দনের নানাবিধ গুনাবলির জন্য যুগ যুগ ধরে এটি ব্যবহার হয়ে আসছে। খাঁটি ও অরগানিক রক্ত চন্দন দিয়েই রূপচর্চা হয়ে যাক তাহলে! এবার জেনে নেওয়া যাক কেমন ধরনের চন্দন ফেইস প্যাক ব্যবহার করলে নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে পারেন আপনিও।
নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে চন্দনের প্যাক
১) চন্দন এবং হলুদ
আপনি যদি কম দিনে আপনার ত্বককে উজ্জ্বল বানাতে চান তাহলে অবশ্যই ব্যবহার করুন এই ফেইস প্যাক-টি। চন্দন এবং হলুদ, হয় দই অথবা দুধের সঙ্গে মিশিয়ে বানিয়ে ফেলুন একটা পেস্ট। তারপর লাগিয়ে ফেলুন মুখে। ব্যস, তাহলেই দেখবেন আপনার ত্বক হয়ে উঠছে উজ্জ্বল।
২) চন্দন ও নিম
নিম পাউডারের সঙ্গে চন্দন পাউডার এবং পানি মিশিয়ে বানিয়ে ফেলুন পেস্ট। তারপর ধীরে ধীরে লাগান মুখে। আপনার যদি ব্রণের সমস্যা থাকে তাহলে তা কমাতে এই প্যাকটি ম্যাজিকের মতো কাজ করবে।
৩) চন্দন ও গোলাপ জল
ত্বককে আদ্র রাখতে এই প্যাকটি দারুণ কাজে দেয়। কিভাবে বানাবেন এই প্যাক? খুব সহজ! চন্দন পাউডারে সামান্য গোলাপ জল মিশিয়ে পেস্ট বানিয়ে প্রতিদিন নিয়ম করে মুখে লাগান। তাহলেই দেখবেন ত্বক কেমন সুন্দর হতে শুরু করেছে।
৪) চন্দন এবং বেসন
মুখ থেকে খুব চামড়া উঠছে? চিন্তা নেই! বেসনের সঙ্গে চন্দন পাওডার মিলিয়ে জল অথবা দুধের সঙ্গে মিশিয়ে ফেলুন। তারপর সেই প্যাক মুখে লাগান। ২০-৩০ মিনিট রেখে ধুয়ে ফলুন। আর নিজের উজ্জ্বল ত্বককে স্বাগত জানাতে তৈরি হয়ে যান। প্রসঙ্গত, যাদের খুব তৈলাক্ত ত্বক তারা দুধের পরিবর্তে জলের সঙ্গে বেসন আর চন্দন পাউডার মেলাবেন। ড্রাই স্কিন যাদের, তারাই একমাত্র দুধ ব্যবহার করবেন।
৫) চন্দন ও দুধ
দুধের সঙ্গে সামান্য চন্দন পাউডার মিশিয়ে মানিয়ে ফেলুন একটা পেস্ট। এবার সেই পেস্ট ধীরে ধীরে লাগান আপনার মুখে। যতক্ষণ না পেস্টটি একেবারে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ রেখে দিন। একবার শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। প্রসঙ্গত, এই প্যাকটি ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।
৬) চন্দন ও অ্যালোভেরা
এক চামচ চন্দন পাউডারের সঙ্গে সামান্য অ্যালোভেরা জেল মিশিয়ে বানিয়ে ফেলুন এই পেস্টটি। এরপর তা লাগিয়ে ফেলুন মুখে। এই প্যাকটি মুখের দাগ এবং পোড়াভাব কমাতে সাহায্য করে।
৭) চন্দন, নারকেল তেল ও আমন্ড তেল
১ চা চামচ চন্দন গুঁড়ো, ১/৪ চা চামচ নারকেল তেল, ১/৪ চা চামচ আমন্ড অয়েল ও সামান্য গোলাপ জল মিশেয়ে প্যাকটি বানিয়ে নিন। এরপর গলায়-মুখে প্যাকটি লাগিয়ে রাখুন ২০ মিঃ এবং এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের অতিরিক্ত শুষ্কতা দূর করে ময়েশ্চার ফিরিয়ে আনে এই প্যাক।
৮) চন্দন, টমেটো রস ও মুলতানি মাটি
১/২ চা চামচ চন্দন গুঁড়ো, ১/২ চা চামচ টমেটো রস, ১/২ চা চামচ মুলতানি মাটি ও সামান্য গোলাপজল মিশিয়ে প্যাকটি মুখে-গলায় লাগিয়ে ১৫ মিঃ রেখে শুকিয়ে যাওয়ার পর বরফ পানিতে তুলো ভিজিয়ে নিয়ে মুছে মুখ-গলা পরিষ্কার করুন। মুখের অতিরিক্ত তেল ও ময়লা পরিষ্কার করতে এই প্যাক খুবই কার্যকরী।
৯) চন্দন ও কমলার ছাল
১ চা চামচ চন্দন গুঁড়ো, ১ চা চামচ কমলার ছালের পেস্ট ও ১/২ চা চামচ গোলাপজল একত্রে মিশিয়ে প্যাকটি বানিয়ে ফেলুন। মুখে-গলায় মেখে ২০ মিঃ পর ধুয়ে ফেলুন। স্কিনের গ্লো বাড়াতে এই প্যাকটি সাহায্য করে।
এই প্যাকগুলো ব্যবহার করে সুন্দর ত্বক পাবেন এটা বলতে পারি। তবে যদি সপ্তাহে অন্তত ২-৩ বার ব্যবহার করেন তবে ভালো ফল পাবেন। একবার ব্যবহার করেই যদি ফল আশা করেন, তবে সেটা নিতান্তই অবান্তর বলা ছাড়া আর কোন উপায় দেখি না। আবার শুধু চন্দনের গুঁড়ো বা চন্দন কাথ ঘষে রসটাও মুখে মেখে দেখতে পারেন। ত্বককে দারুণভাবে সুন্দর করে তুলে।
Red Sandalwood Powder/ Red Chondon Powder (রক্ত চন্দন গুঁড়া)
৳ 155 – ৳ 1520
SKU: N/A
Category: Skin Care
Description
Additional information
Weight | 100gm, 250gm, 500gm, 1kg |
---|
Reviews (0)
Be the first to review “Red Sandalwood Powder/ Red Chondon Powder (রক্ত চন্দন গুঁড়া)” Cancel reply
More Products
Centella Leaf/ Thankuni Leaf Powder (থানকুনি পাতা গুঁড়া)
৳ 110 – ৳ 1100
Ashwagandha Powder (অশ্বগন্ধা গুঁড়া)
৳ 165 – ৳ 1600
Tragacanth gum/ Katila Gam (কাতিলা গাম)
৳ 95 – ৳ 940
Carrot Powder, Gajor Powder ( গাজর গুঁড়া )
৳ 80 – ৳ 800
Henna leaf powder (মেহেদী পাতা গুঁড়া)
৳ 110 – ৳ 1100
Related products
Rose Face Toner (গোলাপ টোনার) 50ml
Punarnava Powder (পুনর্নভা গুঁড়া)
৳ 105 – ৳ 1000
Wild Turmeric (কস্তুরী হলুদ গুঁড়া)
৳ 80 – ৳ 800
Orange Peel Powder (কমলার খোসা গুঁড়া)
৳ 110 – ৳ 1100
Moringa Leaf Powder (সজনে পাতা গুঁড়া)
৳ 100 – ৳ 910
Reviews
There are no reviews yet.