কালোমেঘ পাতাটা নিশ্চই চেনা আছে। অনেক বাড়িতেই এই গাছ দেখতে পাওয়া যায়।কালমেঘ পাতা খুবই উপকারী। এটি একটি ভেষজ উদ্ভিদ। কালমেঘ বা এন্ড্রোগ্রাফিস জল চুলাটা, যার উল্লেখ প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ শাস্ত্রে পাওয়া যায়। এর নিয়মিত সেবন নানা রকম রোগের হাত থেকে রক্ষা করে।সুন্ তাহলে জেনে নেয়া যাক এর কিছু অসাধারণ গুনাগুন-
কালোমেঘ গুড়াঃ
কালমেঘ চুল ঘন করে চুল পড়া বন্ধ করে কালমেঘ চুল সফট করে খুসকি দূর করে স্কাল্পের যেকোন সমস্যা দূর করতে সাহায্য করে।
ব্যবহারবিধিঃ
কালোমেঘ গুড়া, নিম, আমলকী, বহেরা, হরতকি গুড়ার সাথে পেস্ট করে ব্যাবহার করা যায়। কালোমেঘ গুড়া রিঠা, শিকাকাই গুড়ার সাথে পেস্ট করে ব্যবহার করা যায়। কালোমেঘ গুড়া , জবা, মেথি, মেহেদি গুড়ার সাথে পেস্ট করেও ব্যবহার করা যায়।
প্যাক তৈরির নিয়মঃ
পরিমাণমত নারিকেল তেল এর সাথে সমপরিমান কালোমেঘ ও অন্যান্য গুড়া নিন। চুলের গোঁড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে লাগান।১ ঘন্টা পরে ধুয়ে ফেলুন।
১| লিভারের সমস্যায়
লিভারের সমস্যায় যাঁরা ভুক্তভোগী, তাঁদের জন্য় অবর্থ ওষুধ কালমেঘ পাতার রস। এটিতে অ্যান্টিঅক্সিড্যান্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং হেপাটোপ্রোটেক্টিভ বৈশিষ্ট্য রয়েছে। লিভারের কোষের ক্ষয়ক্ষতি রোধে কালমেঘ পাতার রস কার্যকরূ। এটি দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি ভাইরাল সংক্রমণের জন্য়ও কার্যকর হতে পারে। লিভার সম্পর্কিত যে কোনও সমস্যার সমাধানে প্রাকৃতিক ওষুধের কাজ করে এটি।
২| ইনফ্লুয়েঞ্জা মোকাবিলায়
ইলফ্লুয়েঞ্জা মোকাবিলাতেও কালমেঘ পাতার উপকারিতা প্রচুর। কালমেঘের এন্ড্রোগ্রাফোলাইডে অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে। এটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস প্রতিরোধ করে। এটি ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধির অন্যতম সহায়ক।
৩| সাইনাস নিরাময়ে
সাইনাসের সমস্যা যাঁদের রয়েছে, সাইনাসের ব্যথায় যাঁরা কাবু, তাঁদের ক্ষেত্রেও কালমেঘ পাতা ওষুধের মতো কাজ করে। এটি এর অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং ইমিউনোমোডুলেটিরি বৈশিষ্ট্যর জন্য ব্যথার উপশম হয় (Health Benefits of Kalmegh Pata In Bengali)। Kalmegh Pata সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।
Reviews
There are no reviews yet.