>> বয়স বাড়লে দাড়ি ও চুল সাদা হয়ে যাবে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু কম বয়সে দাড়ি ও চুল সাদা হয়ে যাওয়া দুশ্চিন্তার কারণ। সাধারণত মেলানিন হরমোন বা রঞ্জক পদার্থের জন্য ও জিনগত বৈশিষ্ট্য দাড়ি ও চুলে রঙ বহন করে। বয়স বাড়ার কারণে প্রাকৃতিকভাবে মানুষের শরীরের মেলালিন হরমোনের পরিমাণ কমতে থাকে। আর তখনই দাড়ি ও চুল সাদা হতে দেখা যায়। এছাড়া অতিরিক্ত মানসিক চাপের ফলেও অল্প বয়সে আপনার দাড়ি ও চুল সাদা হয়। আপনাদের জন্য আমার-বাজার্স নিয়ে আসছে চুল ও দাড়ি কালো করার প্রাকৃতিক সমাধান।



একটি পাএে পরিমান মত ইন্ডিগো পাউডার নিয়ে তাতে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মিক্সড করে ১৫ মিনিট ঢেকে রাখবেন, ৩০ মিনিট রাখলে বেশি ভালো রেজাল্ট পাবেন। অন্য একটি পাএে মেহেদী পাউডার মিক্স করে নিবেন। ১৫ অর ৩০ মিনিট পর ওই ইন্ডিগো পাউডার মিক্স করা পেস্টের সাথে মেহেদী পেস্টাও মিক্স করুন। মেহেদী পাতার পেস্ট আর ইন্ডিগো পাউডারের পেস্ট সমপরিমান নিবেন। চুল ও দাড়িতে যেটুকু ব্লাক কালার করতে চান ওই টুকু মিক্সচার টা আ্যপ্লাই করবেন। ফুল হেয়ার এ আ্যপ্লাই করা বেস্ট কারন হেয়ার কালার ছাড়া ও এটার বেনেফিটস্ অনেক। প্যাক টা ড্রাই হেয়ার এ আ্যপ্লাই করতে হবে মাস্ট। আ্যপ্লাই করার ৪০-৫০ মিনিট পর, (১ ঘন্টা রাখা বেস্ট) নরমাল পানি দিয়ে ওয়াশ করে নিবেন। ২ দিন ওয়েল শ্যাম্পু ইউজ করবেন না। অন্তত ১ দিন ওয়েল শ্যাম্পু মাস্ট স্কিপ করবেন।

Reviews
There are no reviews yet.