জবা ফুল ত্বকের বলিরেখা দূর করে । জবা ফুল ত্বকের মৃত কোষ দূর করে গভীর থেকে ত্বককে পরিষ্কার করে। জবা ফুল ত্বকের অতিরিক্ত তেল কমায়। জবা ফুল চুলের খুশকি দূর করে । জবা ফুল চুল ঘন করে। জবা ফুল চুল পাকা রোধ করে।
১: অকালে চুল পেকে যাওয়া অন্যতম বড় সমস্যা। এই সমস্যা ঠেকাতেও জবা ফুল অত্যন্ত উপকারী। এর জন্য কয়েকটি জবা ফুল শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নিন। এবার জবা ফুলের গুঁড়ো টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে তার মধ্যে জবা ফুলের গুঁড়া দিন। ভাল করে সব কিছু মিশিয়ে নিয়ে স্ক্যাল্পে লাগিয়ে মাসাজ করুন।কিছুক্ষণ রেখে ইষদুষ্ণ গরম জলে চুল ধুয়ে ফেলুন। চুল আর স্ক্যাল্প ভাল রাখতেও নজর দেওয়া উচিত ।
২: ৩-৪ চামচ জবা ফুলের গুঁড়ার সঙ্গে সমপরিমাণ আমলার পাউডার মেশান। তাতে অল্প লেবুর রস দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিন। মিশ্রণটি এ বার স্ক্যাল্পে লাগিয়ে নিন।৪০ মিনিট পরে শ্যাম্পু দিয়ে ভাল করে চুলটা ধুয়ে ফেলুন।
৩: নারিকেল তেল,অলিভ অয়েল এর সাথে জবার পাপড়ি গুড়া মিশিয়ে দিন । এরপর ঠান্ডা হলে শুষ্ক ত্বকে লাগান ।এটি শুষ্ক ত্বকের নিরাময় করে এবং যেকোন ধরণের ফাটা দূর করতে সহায়তা করে।
৪:ত্বকের টক্সিন ও অতিরিক্ত তেল কমায় সপ্তাহে ২ থেকে ৫ দিন জবা গুড়া পেস্ট করে এর সঙ্গে মুলতানি মাটির গুড়া ও পানি মিশিয়ে ত্বকে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট ম্যাসাজ করুন । এই প্যাকটি সব ধরণের ত্বকের টক্সিন ও অতিরিক্ত তেল থেকে মুক্তি দেয় । ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ও্র বলিরেখা দূর করে
৫:তিন চামচ জবা ফুলের গুঁড়ো , চার চামচ টক দই ও এক চামচ মাজুফল এর জাল দেয়া পানি এক সাথে মিশিয়ে নিন । সবগুলো উপকরণ দিয়ে পেস্ট তৈরি করুন । এই প্যাকটি ত্বকে ব্যবহার করুন।জবা ফুল ত্বকের বলিরেখা দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।খুশকি সমস্যা রোধে খুশকি কমাতে জবা ফুল দারুন কার্যকর ।
৬:প্রথমে অল্প পরিমাণ মেথি পানিতে ভিজিয়ে রাখুন । এরপর এর সাথে পরিমাণ মতো অলিভ অয়েল ও জবা ফুলের গুড়া মিশিয়ে মিশ্রণ তৈরি করুন।মিশ্রণটি ভালো করে পুরো মাথায় লাগান । তা শুকিয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন । সপ্তাহে তিন দিন করুন।দেখবেন খুশকির সমস্যা দূর হয়ে গেছে
৭:অথবা এক মুঠো জবা গুড়া আর সমপরিমান মেহেদি গুড়া পেস্ট করে নিয়ে তাতে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন ৩০ মিনিট । এরপর ধুয়ে ফেলুন । জবা ফুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ,সি যা স্কাল্পের চুলকানি কমায় । এছাড়া স্কাল্পের যেকোন সমস্যা রোধে জবা ফুলের বিকল্প নেই ।
৮:অল্প পানিতে জবা ফুলের গুড়া সিদ্ধ করে নিন ।সেই পানি ঠান্ডা হলে চুলে লাগাতে হবে । এর ফলে দেখবেন স্কাল্পের চুলকানি কমে গেছে । বর্তমানে বায়ু দূষণের কারণে অনেকেরই চুল অসময়ে পেকে যায়। এই সমস্যা সমাধানে জবা ফুল কার্যকরী ।জবা ফুল গুড়ার সাথে টক দই , জবা ফুলের তেল এবং এই পেস্ট মিশিয়ে চুলের গোড়ায় লাগাতে হবে । কিছু সময় রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে । নিয়মিত এই ট্রিটমেন্ট করলে অকালে চুল পাকা রোধ হবে।
৯:জবা ফুলের গুড়ার সঙ্গে অল্প পরিমাণে আমলকি পাউডার ও লেবুর রস মিশিয়ে স্কাল্পে লাগাতে হবে । আধ ঘন্টা রেখে ধুয়ে ফেলুন।জবা ফুলের উপকারিতা তো জানলেন। জবা ফুলের গুণে সুস্থ থাকুন। চুলকে করুন ঘন , কালো ও ঝলমলে ও ত্বক হোক সুন্দর।
Reviews
There are no reviews yet.