শিমুল একটি অতিপরিচিত গাছ। এই গাছ মূলত কাঠ ও তুলার জন্যই ব্যবহৃত হয়ে থাকে। এছড়াও এই গাছের রয়েছে নানারকম
ঔষধি গুণ। ভেষজ চিকিৎসা কাজে এই গাছের আছে নানবিধ ব্যবহার। আসুনে জেনে নেয়া যাক এই গাছে ঔষধি গুণাগুণ
সম্পর্কে- যাদের যৌন ক্ষমতা কম তারা এই গাছের মূলের চূর্ণ খেলে এই সমস্যা দূর হয়ে যায়।
এই গাছের বিভিন্ন অংশ ফোড়া, আমাশয় রোগের উপশম হিসেবে কাজে লাগে।
দীর্ঘদিনের শুষ্ক কাশি থাকলে শিমুলের আঠা চূর্ণ ৮০০ মিগ্রা পরিমাণ দু’বেলা দুধ বা পানিসহ অথবা চার চা-চামচ বাসক পাতার
রস একটু গরম করে ছেঁকে নিয়ে সেবন করলে উপকার পাওয়া যায়।
অতিরিক্ত রক্তস্রাবে মূলের চূর্ণ ও রক্ত আমাশয়ে আঠারচূর্ণ বেশ কার্যকর।
বিশেষ রোগ অনুযায়ী ব্যবহার পদ্ধতি
- রোগের নামঃ শুক্রতারল্য, শারীরিক দুর্বলতা ও যৌন দুর্বলতায়
শিমুল ব্যবহার্য অংশঃ মূল চূর্ণ
মাত্রাঃ ৭-১২ গ্রাম
ব্যবহার পদ্ধতিঃ সমপরিমান চিনিসহ প্রত্যহ ১-২ বার সেব্য। - রোগের নামঃ প্রদর ও মহিলাদের অতিরিক্ত রক্তস্রাবে
শিমুল ব্যবহার্য অংশঃ শুষ্ক কষচূর্ণ
মাত্রাঃ ১-২ গ্রাম
ব্যবহার পদ্ধতিঃ সমপরিমান চিনিসহ প্রত্যহ ১-২ বার দুধসহ সেব্য।
সেবনের ক্ষেত্রে থাকতে হবে সতর্ক
শিমুলের চূর্ণ সেবনের সময় সতর্ক থাকা ভালো। ঈষৎ উষ্ণ প্রকৃতির লোকদের ক্ষেত্রে চিনি ও
শতমূলী সহযোগে সেবন করা উত্তম।
আমারবাজার্স শিমূল মূল চূর্ণের বিশেষত্বঃ
বৃহদাকার লাল শিমুল গাছের বাছাইকৃত মূলগুলোকে প্রক্রিয়াজাত করে। আমারবাজার্স শিমুল মূল চূর্ণ প্রস্তুত করা হয়।সম্পূর্ণ প্রাকৃতিক,ধুলাবালিমুক্ত এবং কোন অপ্রয়োজনীয় উপাদানের মিশ্রণ নেই।
Abir RAihan –
product khub e qualitiful
Arif Mahmud –
Khub valo product fully satisfied