মেকআপ করার জন্য এবং ত্বক সুন্দর ও সজীব রাখার জন্য আমরা অনেক কিছু ব্যবহার করি। কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে অনেক কিছু ব্যবহার করার পরেও ত্বকে সেই জেল্লা আসছে না। নিজেকে প্রশ্ন করে দেখুন যে আপনার সুন্দর ত্বক পেতে কে আপনাকে বাধা দিচ্ছে? উত্তর আসবে এটাই যে কোনও একটি বস্তু ব্যবহার করতে আপনি ভুলে গেছেন বা এড়িয়ে যাচ্ছেন। আর এই বস্তুটিই হল টোনার (Best Face Toner In Amarbazars)। বিশ্বজুড়ে মেকআপ আর্টিস্ট ও ত্বক বিশেষজ্ঞরা একে সিক্রেট ওয়েপন বা সুন্দর ত্বকের গোপন অস্ত্র বলে আখ্যা দিয়েছেন।অন্যান্য মেকআপ বা স্কিন ভাল রাখার বস্তু সম্পর্কে আপনি যতটা জানেন, হতে পারে টোনার সম্পর্কে আপনি ঠিক ততটা জানেন না। সেই জন্যই আজ আমাদের এই প্রতিবেদন। টোনার কীভাবে ব্যবহার (Toner Uses) করবেন, টোনার ব্যবহারের কী-কী সুফল আছে এবং টোনার (Face Toner) নিয়ে আরও কিছু জরুরি কথা এখানে আলোচনা করা হবে।
টোনার ব্যবহারের সঠিক পদ্ধতি (How To Use A Toner?).
শুষ্ক ত্বকের জন্য টোনার (Toner for Dry Skin)
টোনার ব্যবহার করতে গেলে, সেটা সব রকমের ত্বকের ক্ষেত্রে দুটো ভাবে করা যায়। তুলোর বলে টোনার নিয়ে সেটা মুখে লাগানো যেতে পারে। আবার পরিষ্কার হাতের তালুতে অল্প টোনার নিয়ে মুখে লাগানো যেতে পারে। যাঁদের ত্বক শুষ্ক, তাঁরা ভাবেন তাঁরা আদৌ টোনার লাগাতে পারেন কিনা। ত্বক শুষ্ক হলে অবশ্যই হাইড্রেটিং টোনার ব্যবহার করবেন। যেমন, গোলাপ জল বা রোজ ওয়াটার এবং ভিটামিন ই যুক্ত টোনার ব্যবহার করতে হবে।
তৈলাক্ত ত্বকের জন্য টোনার (Toner for Oily Skin)
তৈলাক্ত ত্বকের জন্য টোনার হল একটি আশীর্বাদ। তৈলাক্ত ত্বকের টোনার বলতে যদি আপনি টি-ট্রি অয়েলযুক্ত টোনার ব্যবহার করেন সেটা তৈলাক্ত ত্বকের জন্য আদর্শ হবে। কারণ, এই জাতীয় টোনার ত্বকের বাড়তি তেল শুষে নেবে এবং জীবাণু সংক্রমণ প্রতিরোধ করবে। টোনার (Toner For Oily Skin) কেনার সময় দেখে নেবেন তাতে টি-ট্রি অয়েল আছে কিনা। এমনিতেও টোনারের মধ্যে থাকে গ্লাইকোলিক ও স্যালিসাইক্লিক অ্যাসিড যা তৈলাক্ত ত্বকের পক্ষে ভাল।
স্বাভাবিক ত্বকের জন্য টোনার (Toner for Normal Skin)
টোনারের মধ্যে যা-যা উপাদান আছে, তার প্রত্যেকটাই অত্যন্ত কার্যকরী। যেমন, বিভিন প্রকারের অ্যাসিড, হিউমিকট্যান্ট ইত্যাদি। টোনারের শিশির গায়ে লেখা থাকবে তার মধ্যে কী-কী উপাদান আছে। আপনার ত্বক যদি স্বাভাবিক হয় এবং ত্বকে যদি বিশেষ কোনও সমস্যা না থাকে, তা হলে আপনি সব রকমের টোনার ব্যবহার করতে পারেন।তবে আপনার ত্বকের ছিদ্র যদি বড় আকারের হয় তা হলে আলফা হাইড্রক্সি অ্যাসিডযুক্ত টোনারের ব্যবহার করুন। ত্বকে উজ্জ্বল আভা আনতে হলে পেঁপের নির্যাস ও ল্যাকটিক অ্যাসিডযুক্ত টোনার হল আদর্শ।
অ্যাকনে ও অনুভূতি প্রবণ ত্বকের জন্য টোনার (Toner for Sensitive & Acne Prone Skin)
যাঁদের ত্বকে খুব বেশি অ্যাকনে হয় এবং যাঁদের ত্বক খুব সেনসিটিভ বা অনুভূতিপ্রবণ, তাঁরাও টোনার ব্যবহার করতে পারেন। ক্যামোমাইলযুক্ত টোনার (Best Toner for Acne) ব্যবহার করতে হবে এতে ত্বকে জ্বালাভাব কমবে। অ্যাকনে থাকলে অবশ্যই ব্যবহার করবেন টোনার।
Reviews
There are no reviews yet.