- সজনে পাতা ত্বকের বার্ধক্য রোদ করে।
- সজনে পাতা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।
- সজনে পাতা ঠোঁটের আদ্রতা বজায় রাখে।
- সজনে পাতা ব্রনের সমস্যা সমাধান করে।
- সজনে পাতা চুলের খুসকি দূর করে।
- সজনে পাতা চুলের গোঁড়া মজবুত করে।
- সজনে পাতা স্ক্যাল্পের শুষ্ক ভাব দূর করে।
ত্বকের বার্ধক্যরোধ করে: সজনের তেল এবংসজনে পাতার গুঁড়ো ত্বকের বলিরেখা এবং ত্বকের ক্ষত দূর করে। এছাড়াও সজনে আমাদেরত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে এবং ত্বকের কুঁচকানো ভাব, বলিরেখা এবং বিভিন্ন দাগছোপ দূর করে আমাদের ত্বকের যৌবন বজায় রাখে। ত্বকেরবলিরেখা, দাগ ছোপ এবং এন্যান্য সমস্যা দূর করে। ফলে আমাদের ত্বকের রঙ উজ্জ্বল হয়।টক্সিনের ফলেই ত্বকে ব্রণ এবং বিভিন্ন দাগ ছোপের সমস্যা দেখা যায়। সজনের গুঁড়োকিংবা সজনের বীজ গ্রহণ করলে রক্ত পরিশ্রুত হয় যার ফলে ত্বক পরিষ্কার ও স্বাস্থ্যকরহয়। সজনে আমাদের ত্বকের বিভিন্ন ছিদ্র বন্ধ করতে সাহায্য করে। এটা ত্বকের প্রয়োজনীয়কলিজেন প্রোটিন উৎপাদনে সাহায্য করে যা ছিদ্র বন্ধ হতে সাহায্য করে।*।*আধা টেবিল চামচ সজনে গুঁড়োর সঙ্গে এক টেবিল চামচ মধু, এক টেবিলচামচ গোলাপ জল এবং আধ টেবিল চামচ লেবুর রস যোগ করুন।ঘনত্ব বুঝে প্রয়োজনে জল যোগকরুন। ঘন এবং মসৃণ পেস্ট তৈরি করুন। সকালে এটা মুখে লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। তারপর কুসুম গরম জলে ধুয়ে ফেলুন।পরিষ্কার,শুকনো তোয়ালে দিয়ে মুছে সামান্য ময়েশ্চারাইজার মাখুন। ত্বক উজ্জ্বল, নরম ও মসৃণ হবে।ত্বকেরপাশাপাশি ঘন মজবুত চুলের জন্যও সজনে গুঁড়ো উপকারী। অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানের জন্যসজনে খুশকি এবং স্ক্যাল্পের শুষ্কভাব দূর করতে সাহায্য করে।
Reviews
There are no reviews yet.