- Lentil Powder মসুর ডাল গুড়া (Moshur dal gura) রূপচর্চায় মসুর ডালের ব্যবহার খুব বেশি প্রচলিত। এতে উপস্থিত প্রোটিন, অ্যান্টি-অক্সিডেন্ট, কার্বোহাইড্রেট, ডায়াটারি ফাইবার, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন এ, সি, ই, কে ত্বকের ক্ষতিকর উপাদান বের করে এবং ত্বককে সুন্দর করে তোলে। নিয়মিত মসুরের ডাল দিয়ে বানানো নানাবিধ ফেইস মাস্ক মুখে লাগাতে শুরু করলে ত্বকে প্রোটিনের ঘাটতি দূর করে। ত্বকের জন্যে মসুর ডালের প্যাকঃ 👉মসুর ডাল পানি অথবা দুধের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে ম্যাসাজ করুন। এতে মরা চামড়া দূর হয়ে উজ্জ্বল হবে ত্বক। 👉মসুর ডাল গুঁড়া, গোলাপজল ও লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি রোদে পোড়া ত্বকে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করতে দূর হবে ত্বকের রোদে পোড়া কালচে দাগ। 👉ত্বকের কালচে দাগ দূর করতে মসুর ডাল গুঁড়া ও মধু মিশিয়ে ফেসপ্যাক তৈরী করুন। এটি নিয়মিত ব্যবহার করলে ত্বকের দাগ দূর হবে। 👉মসুর ডাল গুঁড়া+ হলুদ+ বেসন ও দইয়ের সঙ্গে মিশিয়ে ফেসপ্যাক তৈরী করুন। ত্বক পরিষ্কার করতে সপ্তাহে ১ বার ব্যবহার করুন ফেসপ্যাকটি। 👉পিঠের ও মুখের দাগ দূর করতে মসুর ডাল গুঁড়া+ চালের গুঁড়া+ মুলতানি মাটি+ কমলার খোসা গুঁড়া ও শশার রস মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট মুখে ও শরীরে লাগান। শুকিয়ে যাওয়ার পর ধুয়ে ফেলুন।
Lentil Powder মসুর ডাল গুড়া (Moshur dal gura)
রূপচর্চায় মসুর ডালের ব্যবহার খুব বেশি প্রচলিত। এতে উপস্থিত প্রোটিন, অ্যান্টি-অক্সিডেন্ট, কার্বোহাইড্রেট, ডায়াটারি ফাইবার, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন এ, সি, ই, কে ত্বকের ক্ষতিকর উপাদান বের করে এবং ত্বককে সুন্দর করে তোলে।
নিয়মিত মসুরের ডাল দিয়ে বানানো নানাবিধ ফেইস মাস্ক মুখে লাগাতে শুরু করলে ত্বকে প্রোটিনের ঘাটতি দূর করে।
ত্বকের জন্যে মসুর ডালের প্যাকঃ
মসুর ডাল পানি অথবা দুধের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে ম্যাসাজ করুন। এতে মরা চামড়া দূর হয়ে উজ্জ্বল হবে ত্বক।
মসুর ডাল গুঁড়া, গোলাপজল ও লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি রোদে পোড়া ত্বকে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করতে দূর হবে ত্বকের রোদে পোড়া কালচে দাগ।
ত্বকের কালচে দাগ দূর করতে মসুর ডাল গুঁড়া ও মধু মিশিয়ে ফেসপ্যাক তৈরী করুন। এটি নিয়মিত ব্যবহার করলে ত্বকের দাগ দূর হবে।
মসুর ডাল গুঁড়া+ হলুদ+ বেসন ও দইয়ের সঙ্গে মিশিয়ে ফেসপ্যাক তৈরী করুন। ত্বক পরিষ্কার করতে সপ্তাহে ১ বার ব্যবহার করুন ফেসপ্যাকটি।
পিঠের ও মুখের দাগ দূর করতে মসুর ডাল গুঁড়া+ চালের গুঁড়া+ মুলতানি মাটি+ কমলার খোসা গুঁড়া ও শশার রস মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট মুখে ও শরীরে লাগান। শুকিয়ে যাওয়ার পর ধুয়ে ফেলুন।
Reviews
There are no reviews yet.