ত্বকের যত্নেঃ
মঞ্জিষ্ঠা বিভিন্ন ধরনের চর্ম রোগ থেকে মুক্তি দেয়। মঞ্জিষ্ঠা চুলের পুষ্টি যোগান দেয়। চুলের উজ্জলতা বৃদ্ধি করে। চুল
পড়া কমাতে সাহায্য করে।ত্বকের লালচে ভাব কমাতে সাহায্য করে। বিভিন্ন ধরনের চর্ম রোগ থেকে মুক্তি দেয়। ব্রণ
দূর করতে সাহায্য করে। এটি একটি আয়ুর্বেদিক ভেষজ যা রূপচর্চায়,চুলচর্চায় ও স্বাস্থ্যচর্চায় ব্যবহার হয়ে আসছে
সেই আদিকাল হতে।চলুন জেনে নিই এর ব্যবহার ও উপকারীতা মঞ্জিষ্ঠা ত্বক শুদ্ধ করে এবং ক্ষয়ক্ষতি সারিয়ে
তোলে, ফলে ফেস প্যাকের জন্য মঞ্জিষ্ঠা অত্যন্ত ভালো একটি উপাদান মুখের যে কোনও দাগ হালকা করতে বা
ত্বকের ছোটখাটো সংক্রমণ,ব্রণর ব্যাকটেরিয়া সংক্রমণ ও ব্রণর দাগ কমাতে মঞ্জিষ্ঠার পাউডার ব্যবহার করুন
চুলের যত্নে আমারবাজার্স এর মঞ্জিষ্ঠা গুঁড়া
চুলের পুষ্টি যোগান দেয়। চুলের উজ্জলতা বৃদ্ধি করে। চুল পড়া কমাতে সাহায্য করে। চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
মঞ্জিষ্ঠাকে ( রুবিয়া কর্ডিফোলিয়া ), ভারতীয় পাগল হিসাবেও পরিচিত, এটি একটি
আয়ুর্বেদিক টনিক
যার ঔষধি সুবিধাগুলি এবং ব্যবহারের দীর্ঘ তালিকার জন্য বহু শতাব্দী ধরে মূল্যবান ছিল।
ত্বকের যত্নে
১। ত্বকের লালচে ভাব কমাতে সাহায্য করে।
২। বিভিন্ন ধরনের চর্ম রোগ থেকে মুক্তি দেয়।
৩। ব্রণ দূর করতে সাহায্য করে।
৪। মঞ্জিষ্ঠাগুড়া+পুনর্নবা+রক্তচন্দন+নিম+শঙ্খ ব্রন কমাতে এই প্যাকটি ব্যবহার করতে পারেন।
চুলের যত্নেঃ
১। চুলের পুষ্টি যোগান দেয়।
২। চুলের উজ্জলতা বৃদ্ধি করে।
৩। চুল পড়া কমাতে সাহায্য করে।
৪। চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
হেয়ার প্যাক-১
মঞ্জিষ্ঠার গুড়া+ মধু/ টক দই+আমলা পাউডার+শিকাকাই+মেথি।
হেয়ার প্যাক-২
মঞ্জিষ্ঠার গুড়া+ জবা গুড়া+মেহেদী গুড়া+ ডিম +ব্ল্যাক কেস্টর অয়েল মিশিয়ে প্যাক বানিয়ে চুলে
মঞ্জিষ্ঠা পাউডারঃ
ত্বক শুদ্ধ করে এবং ক্ষয়ক্ষতি সারিয় তোলে, ফলে ফেস প্যাকের জন্য মঞ্জিষ্ঠা অত্যন্ত ভালো একটি উপাদান। মুখের
যে কোনও দাগ হালকা করতে বা ত্বকের ছোটখাটো সংক্রমণ, ব্রণের ব্যাকটেরিয়া সংক্রমণ ও ব্রণর দাগ কমাতে
মঞ্জিষ্ঠা পাউডার ব্যবহার করুন
ডেডসেল দূর করতে:-
ডেডসেল দূর করতে মঞ্জিষ্ঠা গুড়ার সাথে কস্তুরি, সজনে, চারকোল, কমলার খোসা গুড়া, ১/২ ড্রপ ল্যাভেন্ডার বা টি
ট্রি এসেন্সিয়াল মিশিয়ে ফেইস প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন। এতে ডেডসেল দূর করতে সাহায্য করবে।
ব্যবহারঃ
১।মঞ্জিষ্ঠার গুড়া মধু বা টক দই মিশিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন ত্বকে।
২।মঞ্জিষ্ঠার গুড়া জবা গুড়া, মেহেদী গুড়া, ডিম এবং তেল মিশিয়ে প্যাক বানিয়ে চুলে ব্যবহার করতে পারেন।
Reviews
There are no reviews yet.