ডালিম কে বলা হয় স্বর্গীয় ফল। কারন এর মধ্যে রয়েছে বিভিন্ন রোগ প্রতিরোধের জাদুকরী গুণ। এর ইংরেজি নাম Pomegranate,
যার বৈজ্ঞানিক নাম “Punica granatum”. ফলের সমারোহে নজরকাড়া একটি ফল হলো ডালিম। এটি দেখতে যেমন সুন্দর
তেমনি পুষ্টিগুণেও ভরপুর। ডালিমের দানা যেমন পুষ্টিগুন সম্পন্ন তেমনি এর খোসাও বেশ উপকারী। তাই ডালিমের কোনো
কিছুই ফেলনা না। ডালিমের খোসায় আছে ভিটামিন, ক্যালসিয়াম, এন্টিঅক্সিডেন্ট, ম্যাগনেশিয়াম এবং খনিজ সহ আরও কিছু
গুরুত্বপূর্ণ উপাদান। যা আমাদের ত্বকের জন্য বেশ উপকারী।
ডালিমের খোসায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এটি ত্বককে বলিরেখার হাত থেকে রক্ষা করে। এজন্য প্যাক হিসেবে- ডালিমের খোসা গুড়া+আমলকি গুড়া+সজনে পাতা গুড়া+কস্তুরি হলুদ গুড়া মিশিয়ে প্যাক হিসেবে ব্যবহার করবেন।
ডালিমের খোসায় বিদ্যমান এন্টিঅক্সিডেন্ট ব্রণ কমাতে সাহায্য করে। তাই প্যাক হিসেবে- ডালিমের খোসা গুড়া+তুলসী গুড়া+শঙ্খ গুড়া+পুদিনা গুড়া+কস্তুরি হলুদ গুড়া মিশিয়ে প্যাক হিসেবে ব্যবহার করবেন।
এতে উপস্থিত ক্যালসিয়াম ও খনিজ ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। প্যাক হিসেবে- ডালিমের খোসা গুড়া+পুনর্নভা+মুলতানি মাটি+মন্জিষ্ঠা গুড়া+দারচিনি মিশিয়ে প্যাক হিসেবে ব্যবহার করবেন।
ডালিমের খোসা মৃত কোষ দূর করতেও সাহায্য করে থাকে। সেক্ষেত্রে প্যাক হিসেবে- ডালিমের খোসা গুড়া+মসুর ডাল গুড়া+কমলা খোসা গুড়া+মুলতানি মাটি মিশিয়ে ব্যবহার করবেন।
ত্বকে কীভাবে ডালিম খোসা ব্যবহার করবেনঃ-
১। একটি বাটিতে এক টেবিল চামচ ডালিমের খোসা গুঁড়ো, এক টেবিল চামচ ব্রাউন সুগার ও এক চা চামচ মধুএকসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিন।
২। কাঁটা চামচ দিয়ে প্যাকটি মিশিয়ে নিন। এর মধ্যে কয়েক ফোঁটা গোলাপজল দিয়ে ভালো করে মেশান,যাতে ঘন না হয়ে যায়।৩। এবার মুখ ক্লিনজার দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন, যাতে কোনো ময়লা না থাকে। এ ক্ষেত্রে ক্লিনজার লাগানোরপর তুলা দিয়ে মুখ মুছে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বক পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। এরপর ত্বক ভালো করেশুকিয়ে নিন।৪। এবার একটি ব্রাশ দিয়ে ডালিমের খোসার প্যাক মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন৫। যখন মুখ শুকিয়ে যাবে তখন পানি দিয়ে ভিজিয়ে হালকা ম্যাসাজ করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন।এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।৬। এবার ত্বক অনুযায়ী ময়েশ্চারাইজার দিয়ে পাঁচ মিনিট ম্যাসাজ করুন। নিয়মিত ব্যবহারে আপনার ত্বকের বয়সেরছাপ দূর হয়ে লাবণ্য ফিরে আসবে।
Reviews
There are no reviews yet.