প্রাচীন আয়ুর্বেদে শঙ্খ বা conch অথবা সী শেল এর ভূমিকা অপরিহার্য। সৌন্দর্য চর্চায় এর ভূমিকা অতুলনীয়। ত্বক ও চুলের উভয়
ক্ষেত্রেই শঙ্খ গুড়ার উপকারিতা অপরিসীম।
এই শাঁখ গুঁড়ো করলে যে সাদা পাউডার পাওয়া যায় তাই সাধারণত স্বাস্থ্য ও সৌন্দর্যচর্চায় ব্যবহার করা হয়। শঙ্খের সাদা এই
গুঁড়ায় থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং অন্য নানা ধরনের খনিজ যেমন আয়রন এবং ম্যাগনেসিয়াম। এসব কারণে
প্রাচীনকাল থেকেই এশিয়া মহাদেশের বিভিন্ন অংশে শঙ্খ ওষুধ হিসেবে ব্যবহার করা হচ্ছে।
★ত্বকের যত্নে উপকারিতাঃ-
-ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
-ত্বকের বলিরেখা দূর করে।
-চোখের নিচের কালো দাগ দূর করে।
-রোদে পোড়া ভাব দূর করে। ব্রন দূর করে
-ত্বকের তৈলাক্ত ভাব দূর করে ব্যবহার বিধি
-শঙ্খগুড়ার সাথে মুলতানি গুড়া পানিতে মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন।
-শঙ্খের গুড়া গোলাপের পাপড়ির গুড়া অথবা গোলাপ জল মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন।
–শঙ্খগুড়া সাথে চালের গুড়া মিশিয়ে প্যাক বানিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন।
–শঙ্খ গুড়া +মুলতানি মাটির গুড়া + কস্তুরি হলুদ এর গুড়া একসাথে লেবুর রস মিশিয়ে ব্যবহার করতে পারেন।
-শঙ্খের গুড়া গোলাপের পাপড়ির গুড়া আথবা গোলাপ জল মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন।
–শঙ্খ গুড়ার সাথে চালের গুড়া মিশিয়ে প্যাক বানিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন।
-শঙ্খগুড়া +মুলতানি মাটির গুড়া +কস্তুরি হলুদ এর গুড়া একসাথে লেবুর রস মিশিয়ে ব্যবহার করতে পারেন।
-শঙ্খগুড়া অ্যালোভেরা জেল দিয়েও ব্যবহার করতে পারেন
★চুলের যত্নে উপকারিতাঃ-
-চুলের স্বাভাবিক রং বজায় রাখতে সাহায্য কতে।
-মসৃন করে। *চুলের খুশকি দূর করে।
-চুল পড়া বন্ধ করে। ব্যবহার বিধি
-শঙ্খ গুড়া সারারাত পানিতে ভিজিয়ে রেখে সেই পানির সাথে গোলাপজল মিশিয়ে সেই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।
শঙ্খ গুড়া, তিলের তেল ও আমলকি একত্রে মিশিয়ে চুলে লাগালে চুল পড়া বন্ধ করে এবং খুসকী দূর করে।
-সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত। তৈলাক্ত ত্বকের জন্য বেশি উপযুক্ত।
Reviews
There are no reviews yet.